ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে মনে করেন, লিওনেল মেসির সঙ্গে খেলাটা তার জন্য এক ভাগ্য। ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক শেষ করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) যোগ দেন মেসি। তখনই ক্লাবের সঙ্গে ইতিমধ্যেই খেলছিলেন এমবাপ্পে। মেসির যোগদানের পরই এমবাপ্পে মনে করেন, পিএসজি পূর্ণতা পেয়েছিল।ফ্রান্সের জনপ্রিয় অনুষ্ঠান ‘তেলেফুট’-এ এমবাপ্পে বলেন, আমি ভাগ্যবান ছিলাম মেসির সঙ্গে খেলতে পেরে। আমি কখনও ভাবিনি যে তার সঙ্গে খেলব, কারণ আমার স্বপ্ন সবসময় রিয়াল মাদ্রিদে খেলা। ড্রেসিংরুমে সবকিছু খুবই স্বাভাবিক ছিল। মেসি সবাইকে সম্মান করে এবং একজন অনন্য খেলোয়াড়। তার সঙ্গে খেলাটা আমাকে খেলাটিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।পিএসজিতে দুইজন দুই মৌসুম একসঙ্গে খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও ওই সময় পিএসজি ঘরোয়া লিগ শিরোপা জিতেছিল। ২০২৩ সালে মেসি ক্লাব ছাড়ে এবং যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ...