ঢাকা: বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন-চীন বাণিজ্য সংকটের প্রেক্ষাপটে মূল্যবান ধাতু স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে।সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১.৫ শতাংশ বেড়ে ৪,৬৭০.৭৯ ডলারে পৌঁছায়, যা চলতি সেশনের মধ্যে সর্বোচ্চ ৪,৭৮০.৫ ডলারে উঠেছিল।একই সঙ্গে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ২.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,৯৩৩.৫০ ডলারে বিক্রি হচ্ছে। রুপার দামও বিশ্ববাজারে সর্বকালের শীর্ষে পৌঁছেছে। খবর রয়টার্স।এদিকে একই কারণে স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্ববাজারে স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৫১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।অন্যদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশেও গত ৮ অক্টোবর স্বর্ণ ও রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরি প্রতি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা এবং রুপার...