জমির খতিয়ানে ভুল পাওয়া এখন আর অস্বাভাবিক নয়। অনেক সময় নামের বানান, দাগ নম্বর বা অংশ লেখায় ভুল দেখা যায়। কখনও কেউ প্রতারণার মাধ্যমে অন্যের জমি নিজের নামে করে নেয়, আবার কখনও মূল খতিয়ান হারিয়ে যায়। এসব সমস্যার আইনগত সমাধান থাকলেও সাধারণ মানুষের কাছে বিষয়টি জটিল ও সময়সাপেক্ষ বলে মনে হয়। ভূমি মন্ত্রণালয়ের ২০২১ সালের ২৯ জুলাই প্রকাশিত গেজেট (রেকর্ড সংশোধন পরিপত্র নং ৩৪৩) অনুযায়ী, খতিয়ানে ভুল থাকলে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে ‘মিস কেস’ আবেদন করে সংশোধন করা যাবে। এজন্য সাধারণ সাদা কাগজে আবেদন লিখে ২০ টাকার কোর্ট ফি সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। যদি কেউ জালিয়াতির মাধ্যমে অন্যের জমি নিজের নামে করে নেয়, তাতেও এসিল্যান্ড বরাবর ‘মিস কেস’ দিয়ে বাতিলের আবেদন করা যায়। শুনানি ও যাচাই শেষে...