পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মনোনীত প্রার্থী সোহাইল আফ্রিদি সোমবার খাইবার পাখতুনখোয়ার নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে বিরোধী দলগুলো এই নির্বাচনকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে বয়কট করেছে। সোমবার অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের অধিবেশনে স্পিকার বাবর সালিম সওয়াতি সোহাইল আফ্রিদির নাম ঘোষণা করেন। তিনি ৯০ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। অন্যদিকে, বিরোধী দলগুলো নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়নি। বিরোধী দলীয় নেতা ড. ইবাদুল্লাহসহ জেএইউআই-এফ নেতা মাওলানা লুতফুর রহমান ও আকরাম দুররানি ভোটগ্রহণ শুরুর আগে সভা থেকে বেরিয়ে যান। ড. ইবাদুল্লাহ নির্বাচনকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বলেন, যখন আলী আমিন গান্ধাপুর এখনো মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন, তখন নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের কোনো বৈধতা নেই।আরও পড়ুনআরও পড়ুন‘মুসলমানদের টার্গেট করে আফগানিস্তানকে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি’ এর আগে, বিদায়ী মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুর পরিষদে বক্তব্য দিতে গিয়ে সোহাইল...