২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে বছরখানেক ধরে জল্পনা, তাদের সংসারে নাকি চিড় ধরেছে। শোনা গিয়েছিল, মেয়েকে নিয়ে নাকি শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকেন ঐশ্বরিয়া। সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে অভিষেকের সঙ্গে দেখা গেল না অভিনেত্রীকে। আবার বিচ্ছেদ নিয়ে জল্পনা ঘনীভূত হল। বছরের পর বছর একাধিক বাণিজ্যসফল ছবি দর্শককে উপহার দিয়েছেন অভিষেক। বহু ছবিতে তার অভিনয় সমালোচকদের বিশেষ প্রশংসা পেয়েছে। অথচ প্রায় ২৫ বছরের অভিনয় জীবনে এই প্রথম সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। স্বাভাবিক ভাবেই পুরস্কার নিতে মঞ্চে উঠে আবেগঘন হয়ে পড়েন ৪৯ বছরের অভিনেতা। কিন্তু তার এই বিশেষ দিনেও দেখা মিলল না তার স্ত্রী ও কন্যার। যদিও অনুষ্ঠানে হাজির ছিলেন মা জয়া বচ্চন, দিদি শ্বেতা বচ্চন ও ভাগ্নি নব্যা নভেলি নন্দা। মঞ্চে পুরস্কার নিতে...