বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমানউল্লাহ আমান অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের সময় যাদের ভূমিকা ছিল বিতর্কিত, তারাই এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে নির্বাচন বানচাল করা যাবে না, বাংলাদেশে নির্বাচন হবেই। সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক ও ৯০’র ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফউদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং নির্বাচনী প্রচারণায় তিনি বাংলাদেশে থাকবেন। ‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ —এই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি...