সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ এর খসড়া দ্রুত হালনাগাদ করে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা বা সংশ্লিষ্ট কারো কাছে যাবে না বলে জানিয়েছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা এ কথা জানান।এর আগে দাবি আদায়ের বিষয়ে শিক্ষা ভবনে শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে যাওয়ার বিষয়ে আলাপ উঠে। ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, শিক্ষার্থীরা উপদেষ্টা বা কারো কাছে যাবে না। তাদের শিক্ষার্থীদের কাছে আসতে হবে। তা না হলে কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীরা দায়ী থাকবে না। সময় যত যাবে তত এখানে (শিক্ষা ভবনের সামনে) শিক্ষার্থীদের জনসমুদ্র সৃষ্টি হবে। এদিকে সড়ক ছেড়ে দিতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে দেখা যায়...