স্টেট ইউনিভার্সিটিতে ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ ট্রেইনিং শেষ হয়েছে। ‘খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও নেতৃত্ব উন্নয়ন’-এই প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ ট্রেইনিং ২০২৫’ শেষ হয়েছে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর পূর্বাচল ক্যাম্পাসে ৯ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত হয় এই আয়োজন। এই প্রশিক্ষণ আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগ। সহ-আয়োজক ছিল মিশন নিউট্রি-নেচার, স্প্রিং টাইম ক্যাম্প এবং স্বাধীন বাংলা যুব পাঠাগার। কার্যক্রমে সার্বিক সহযোগিতা দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং এসইউএন ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ।আরো পড়ুন:টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে: উপদেষ্টাজিইউবির সাংবাদিকতা বিভাগে ‘ক্যাম্পাস মিডিয়া ওয়ার্কশপ’ জিইউবির সাংবাদিকতা বিভাগে ‘ক্যাম্পাস মিডিয়া ওয়ার্কশপ’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ড. মো. আখতার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর...