বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গুঞ্জন উঠেছিল এবারের বিপিএলে থাকছে না দলটি। এই বিষয়ে ভিন্ন কথা বলেছেন দলটির মালিক মিজানুর রহমান। আজ সোমবার (১৩ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তারা খেলতে চান। কিন্তু আসন্ন আসরের প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় না থাকায় বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে টুর্নামেন্টের সময়সূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বিপিএলে মোট পাঁচটি দল অংশ নেবে। টুর্নামেন্টটি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকানা গ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আবেদন করার আহ্বান করেছে বিসিবি। গতকাল এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি (বিপিএল টি-২০) এর ফ্র্যাঞ্চাইজি মালিকানা অধিগ্রহণের জন্য দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর কাছ থেকে...