ড্রইংরুম বা বসার ঘরে নাস্তা দেওয়ার টেবিলটা শোভা বর্ধন ছাড়াও নিজের রুচি, ব্যক্তিত্ব ও সৃজনশীলতার প্রতিফলন ঘটায়। তবে অনেক সময় সেখানে এমন কিছু রাখা হয় যা সৌন্দর্য কমিয়ে দেয়, এমনকি ঘরের পরিপাটি ভাবকেও নষ্ট করে ফেলে। গৃ্হসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, "সুন্দর কফি টেবিল মানে অগণিত সাজসজ্জা নয়, বরং ভারসাম্য ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়।" সবচেয়ে সাধারণ ভুল হল- কফি টেবিলে বেশি জিনিসে ভরিয়ে ফেলা। ফলে সেখানে এক কাপ চা রাখার জায়গাও থাকে না। টেবিলের মূল উদ্দেশ্য হল কার্যকারিতা। যখন অনেক কিছু রাখা হয়, পুরো ঘরটাই যেন ভরাট আর বিশৃঙ্খল দেখায়। বরং টেবিলে এমন কিছু রাখা উচিত যা একই সঙ্গে সুন্দর এবং অর্থবহ। গুলশান নাসরিন বলেন, “সাধারণত দু’তিনটি প্রিয় ভ্রমণ বা ডিজাইনবিষয়ক বই, একটি মনোরম ঘ্রাণের মোমবাতি এবং তাজা ফুলে ভরা ছোট ফুলদানিতে...