১৩ অক্টোবর ২০২৫, ০২:০৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে ইসরায়েল আবারও বিতর্কের মুখে পড়েছে। যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হলেও, ইসরায়েল কোনো অভিযোগ ছাড়াই আটক দুই ফিলিস্তিনি চিকিৎসককে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন শিশুবিশেষজ্ঞ ড. হুসাম আবু সাফিয়া, যিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলি কারাগারে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটে এমন এক সময়, যখন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে মানবিক সহায়তার পথ খুলছে। তবে ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ড. সাফিয়াকে ২০২৩ সালের ডিসেম্বরে গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। অভিযানের...