ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) তাঁর সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্সওয়ান’ তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে । বিমানবন্দরে নামার আগেই ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি গাজা পরিদর্শন করতে চান কিনা। উত্তরে ট্রাম্প জানান, তিনি যদি এটি করতে পারেন তবে ‘গর্বিত’ হবেন। ট্রাম্প বলেন, তিনি গাজা সফর করতে চান এবং অন্তত একবার সেখানে পা রাখতে চান। যদিও তিনি এ-ও উল্লেখ করেন যে গাজা সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা আছে, তাই সেখানে না গিয়েও তিনি জায়গাটিকে ভালোভাবে চেনেন। ট্রাম্প আরও বলেন, গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বা পরিবর্তন আনার প্রক্রিয়াটি ধীরগতিতে এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি সতর্ককরে দিয়ে বলেন, খুব তাড়াহুড়ো করে বা দ্রুত কোনো পদক্ষেপ...