বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি নারী (৫৪ শতাংশ) জীবদ্দশায় স্বামীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক প্রকাশিত ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’ শীর্ষক এই জরিপ প্রকাশ করা হয়েছে। জরিপ অনুযায়ী, যৌন সহিংসতার শিকার নারীদের মধ্যে ৬০ শতাংশ গত এক বছরেই একাধিকবার সহিংসতার সম্মুখীন হয়েছেন। এছাড়া, গর্ভাবস্থায়, বিবাহিত নারীদের মধ্যে ৭ দশমিক ২ শতাংশ শারীরিক সহিংসতার এবং ৫ দশমিক ৩ শতাংশ যৌন সহিংসতার সম্মুখীন হয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউএনএফপিএ’র যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রতি চারজনের মধ্যে তিনজন নারীই সহিংসতার শিকার হয়েছেন। জরিপে দেখা যায়, প্রতি চারজনের মধ্যে তিনজন নারী (৭৬ শতাংশ) তাদের জীবনে অন্তত একবার জীবনসঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার শিকার...