ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেওয়া হবে। তবে টাকাগুলো হাজিরা ফেরত পাবেন না বলেও জানান তিনি।সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।কারা টাকা ফেরত পাবেন এমন বিষয়ে ড. খালিদ হোসেন বলেন, এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।ধর্ম উপদেষ্টা বলেন, ২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন।দেশে কতবার গণভোট হয়েছে, কেমন ছিল ফলাফলআগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়বে জানিয়ে খালিদ হোসেন আরও বলেন, আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সঙ্গে মিটিং আছে। আশা করি, হজের নিবন্ধনের সময় বাড়বে। আমরা হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে...