ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে টমাহক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেলে সেগুলো কেবল রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধেই ব্যবহার করা হবে। ওয়াশিংটনের এই অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে ক্রেমলিন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার (১২ অক্টােবর) যুক্তরাষ্ট্রের ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেন। একই দিন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, ট্রাম্পের সঙ্গে তার সর্বশেষ আলোচনাটি ছিল “খুবই ফলপ্রসূ”। আলোচনায় ইউক্রেনের “আকাশ প্রতিরক্ষা, স্থিতিশীলতা এবং দূরপাল্লার সক্ষমতা” জোরদারের বিষয়ে কথা হয়। ট্রাম্পও সোমবার (১৩ অক্টােবর) বলেন, তিনি টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জানতে চান, ইউক্রেন সেগুলো কিসে ব্যবহার করবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তার “একপ্রকার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে”। প্রায় দুই হাজার...