বিশ্ববিদ্যালয় দিবসে ফিস্ট মিলের নির্ধারিত ফি ৫০ টাকা। ১৫০ টাকা ভর্তুকি দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবসে সন্ধ্যায় থাকবে কনসার্ট। সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। সভা শেষে তিনি বলেন, এবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবসের ফিস্টে জনপ্রতি ২০০ টাকার খাবার দেয়া হবে। আগে শিক্ষার্থীদের জন্য ৮০ টাকা নির্ধারণ ছিলো। ছাত্রনেতাদের দাবির প্রেক্ষিতে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাথাপিছু ১৫০ টাকা ভর্তুকি দিবে প্রশাসন। কোষাধ্যক্ষ বলেন, বিশ্ববিদ্যালয় দিবসে হবে কনসার্ট। তবে আর্থিক সংকট থাকায় জেমসকে আনা সম্ভব হচ্ছে না। তবে শিরোনামহীনসহ বেশ কয়েকটি ব্যান্ড থাকবে বিশ্ববিদ্যালয় দিবসে।এসময় তিনি বলেন, আগামী বছরে জেমসকে আনার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন...