চট্টগ্রাম:ডাকসু, জাকসু নির্বাচনের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ব্যালটও ওএমআর পদ্ধতিতে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি বাংলানিউজকে জানান, চাকসু নির্বাচনের ব্যালট ওএমআর পদ্ধতিতে করার সিদ্ধান্ত হয়েছে। ভোটাররা ব্যালটে বৃত্ত ভরাট করে নিজেদের ভোট প্রদান করবেন।এতে খুব কম সময়ে ভোটের ফলাফল প্রকাশ করা যাবে। সবশেষ চাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে। ৩৫ বছর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি...