ডিসেম্বরেই শুরু হচ্ছে দেশের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিসিবি ও আয়োজক কমিটি।তবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার থাকছে কি না তা নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। অবশেষে মুখ খুলেছেন দলটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন, বরিশাল বিপিএলে খেলতে আগ্রহী, খেললে দলে থাকবেন তামিম ইকবালও। সাম্প্রতিক সময়ে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তামিম। অনেকে মনে করেছিলেন, তার এই সিদ্ধান্ত বিপিএলেও প্রভাব ফেলবে। তবে বরিশালের মালিক ভিন্ন মত পোষণ করছেন। তিনি দেশের এক গণমাধ্যমকে বলেন, আমি মনে করি না তামিম বিপিএলে খেলবেন না। তিনি যে ক্রিকেট বয়কটের কথা বলেছেন, সেটা সাধারণ ম্যাচের প্রসঙ্গে। বিপিএল হলে আমি তাকে অনুরোধ করব খেলতে, এবং আমার বিশ্বাস যদি বরিশাল অংশ নেয়,...