আট ঘণ্টার বেশি কাজ করবেন না— এই শর্ত দিয়ে বিপাকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বেশ কিছু দিন ধরে চলা এ বিতর্কে কয়েক দিন আগে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি দাবি করে বলেছেন, বছরের পর বছর ধরে পুরুষ তারকারা এই একই শর্তে কাজ করে চলেছেন। কিন্তু কখনো কোনো বিতর্ক তৈরি হয়নি। এবার পুরুষ তারকাদের মধ্যে উঠে এলো বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের নাম। সম্প্রতি সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছে একটি ভিডিও। কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখ। সেখানেই অভিষেক ফাঁস করে দেন— অক্ষয় নাকি আট ঘণ্টার বেশি এক মিনিটও কাজ করেন না। মজা করতে করতেই অভিষেক বলেছিলেন—আমাদের মধ্যে সবচেয়ে উত্তেজিত থাকেন অক্ষয়। আট ঘণ্টার বেশি কাজ করেন না। সকাল ৭টায় সেটে আসতেই ঘড়ির কাঁটা চালু হয়ে যায়। আট...