ফটোগ্রাফিতে নিবেদিতপ্রাণ আন্তর্জাতিক ‘ইয়াকুল্ট’ পুরস্কারপ্রাপ্ত শেরপুরের আলোকচিত্র শিল্পী ‘নীতিশ রায়। তার সৃষ্টিকর্মগুলো যেন অগ্নিযুগের অগ্নিসাক্ষীরূপে জ্বলজ্বল করতো নিউমার্কেটে স্টুডিও রূপশ্রী’র গ্যালারিতে। তার বিখ্যাত তৃষ্ণা ছবিটিও তার প্রিয় স্টুডিওর শোভাবর্ধন করেছে দীর্ঘদিন। মূল ছবিটি আমারও দেখার সৌভাগ্য হয়েছে সেই স্টুডিওর গ্যালারিতেই। ছবিটি বর্তমানে নীতিশ রায়ের ইচ্ছে অনুসারেই শেরপুর ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া আপার কাছে সযতনে সংরক্ষিত আছে। ১৯৮২ সালে জাপানে অনুষ্ঠিত হয় ‘সপ্তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আলোকচিত্র প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নীতিশ রায়ের এই তৃষ্ণা ছবিটি আন্তর্জাতিক ‘ইয়াকুল্ট’ পুরস্কারে ভূষিত হয়। সেই থেকে নীতিশ রায় এবং তৃষ্ণা আলোকচিত্রটি আমাদের গর্বের বিষয়। কিছুদিন আগে থেকে শুনছি, সাখাওয়াত তমাল নামের জনৈক ‘বাটপার’ ছবিটি তার নিজের বলে প্রচুর প্রচার করছেন। পেন্সিলগ্রুপসহ নানা জায়গায় তৃষ্ণা ছবিকে নিজের বলে দাবী করেছেন। ‘দৈনিক দেশতথ্য’ নামের এক...