বলিউড অভিনেত্রী কারিনা কাপুর সবসময় ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করে থাকেন। এ মুহূর্তে মেঘনা গুলজার পরিচালিত তার নতুন সিনেমা ‘দায়রা’র শুটিং নিয়ে ব্যস্ত। যেখানে তার সহ-অভিনেতা দক্ষিণী জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। কাজ, পরিবার আর নিজেকে যত্নে রাখার ভারসাম্যে কারিনা কাপুর খান আজও বলিউডের সেই চিরকালীন সৌন্দর্যে রুচিশীল ও ট্রেন্ডসেটার। তিনি জানেন, স্টাইল মানে শুধু বাহ্যিকতা নয়, এটি একটি জীবনদর্শন। কীভাবে ঐতিহ্য আর আধুনিকতাকে নিখুঁতভাবে মিশিয়ে দিতে হয়, সেটি তিনি পরখ করে দেখেছেন। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ফেবল অ্যান্ড ম্যান-এর এক্সক্লুসিভ ইভেন্টে কারিনা কাপুর হাজির হয়েছিলেন এক অনন্য দীপ্তি নিয়ে। হেয়ারকেয়ার ব্র্যান্ডটির প্রথম গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে অভিনেত্রী কথা বলেছেন এমিরেটস ওম্যান-এর সঙ্গে। যেখানে উঠে এসেছে তার চুলের যত্নের রুটিন, সৌন্দর্যচর্চার দর্শন এবং সেই ছোট ছোট বিলাস, যা বিদেশের মাটিতেও তাকে মুম্বাইয়ের...