টাইমস অব ইসরাইলের সরাসরি সম্প্রচারে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায়স্বাগত জানিয়েছে ইসরাইল। এর আগে ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজটি ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ থেকে নামার সময় তাকে লাল গালিচায় স্বাগত জানানো হয়। এ সময় বেনিয়ামিন নেতানিয়াহুসহ উপস্থিত সকলের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। পরেট্রাম্প ইসরাইলের পার্লামেন্ট নেসেটের উদ্দেশে রওনা হন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে তার সাঁজোয়া গাড়ি ‘দ্য বিস্টে’ চড়ে জেরুজালেমের দিকে রওয়ানা হয়েছেন। গাড়িতে ওঠার আগে ট্রাম্প তার কন্যা ইভাঙ্কাকে শুভেচ্ছা জানান এবং জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন। তারা সবাই ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। নেসেটের উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর ট্রাম্প ও নেতানিয়াহুকে বেশ কিছুক্ষণ পারস্পরিক আলাপচারিতায়...