মার্ক জুকারবার্গের সংস্থা সূত্রে জানা গেছে, আগামীতে নম্বর না থাকলেও যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে। গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন এ ফিচারের ভাবনা। বর্তমানে কারও সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য তার নম্বরটা থাকা আবশ্যক। তবে আগামীতে আর সেই নম্বরের প্রয়োজন পড়বে না। আরও জানা গেছে, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের মতো করেই সাজানো হয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজার নেম। আর সেই ইউজার নেম দিয়েই খুঁজে পাবেন যে কাউকে। বর্তমানে বেটা ইউজাররা পরীক্ষামূলকভাবে এ ফিচারের সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি। আর কাজ হোক কিংবা ব্যক্তিগত আলোচনা— এখন সব জায়গাতেই মোটের ওপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থাটি। কয়েক দিন আগেই ট্রান্সলেট ফিচার এনেছে সংস্থাটি। এবার যে কোনো মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। ভাবছেন...