ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। লাইভ ফুটেজে দেখা গেছে, এয়ার ফোর্স ওয়ান ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করছে।ট্রাম্পের আগমন উপলক্ষে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। ট্রাম্পের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার জামাতা জ্যারেড কুশনার, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।সফরের অংশ হিসেবে ট্রাম্প আজ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং পরে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একটি শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করতে মিসরে যাবেন।এদিকে গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টার পর সাত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়। তাদের এখন ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে।এক এক্স পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস তাদের জানিয়েছে,...