মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৩ অক্টোবর) তেল আবিবে পৌঁছেছেন। ইসরায়েল সরকারের প্রেস অফিস জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগ, ফার্স্ট লেডি মিখাল হার্জোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। হোয়াইট হাউসের তথ্যমতে, ইসরায়েল সফরে ট্রাম্প নেসেটে ভাষণ দেবেন এবং হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবারের সঙ্গে দেখা করবেন। এ সফরের পরদিন তিনি মিশরের উদ্দেশে রওনা হবেন, যেখানে অনুষ্ঠিত হবে গাজা শান্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে প্রায় ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। তবে ইসরায়েল ও হামাস—দুই পক্ষের কোনো প্রতিনিধিই এ সম্মেলনে অংশ নিচ্ছেন না। এদিকে গাজায় আটক সাত ইসরায়েলি বন্দিকে রেড...