বলিউডের জনপ্রিয় মুখ মালাইকা আরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর মাতৃত্বের খবর প্রকাশের পর থেকেই নতুন করে নজরে এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি আরবাজ খান ও তার দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট শুরা খান, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এ খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়—মালাইকা কি এবার নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন? এই জল্পনার মাঝেই ভাইরাল হয়েছে মালাইকার একটি বক্তব্য। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি পর্বে বিচারকের আসনে ছিলেন তিনি। সেখানেই কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান মজার ছলে প্রশ্ন করেন, “আপনি কি সিঙ্গেল পেরেন্ট থেকে ডাবল পেরেন্ট হতে যাচ্ছেন?” প্রথমে অবাক হলেও পরক্ষণেই হাসিমুখে মালাইকা জবাব দেন, “যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।” পরে...