আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে সাত কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষাভবন মোড়ে এসে অবস্থান নেন। শিক্ষার্থীদের ঠেকাতে সড়কে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। এ সময় নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকার সাত কলেজকে একত্রিত করে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিলেও প্রয়োজনীয় অধ্যাদেশ জারি করা হয়নি। অধ্যাদেশ না দিলে আরও কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষার্থীরা। চলতি বছরের ২৬ মার্চ সরকার ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী...