সোমবার (১৩ অক্টোবর) এএফপি ও বিবিসির পৃথক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করেছেন জেলেনস্কি। আলোচনা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে সেখানে তিনি লিখেছেন, আমরা পরিস্থিতির সব দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের দেশের মানুষ ও বিমান প্রতিরক্ষা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে। এদিকে মার্কিন এক সূত্রে জানা গেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ট্রাম্পের কাছে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘টমাহক’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে সাংবাদিকরা এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করলে সে কথা স্বীকার করেন তিনি। এরপর জেলেনস্কির এই আবদার রাখবেন কি না, সেই প্রশ্নে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন উল্লেখ করে ট্রাম্প উত্তর দেন ‘দেখা যাক... পাঠাতে পারি।’তবে, এর আগে কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো।...