নারীদের ওয়ানডে বিশ্বকাপে শুরুটা আশা জাগানিয়া ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডকেও প্রায় খাদের কিনারে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত ভাগ্যের ছোঁয়ায় ইংল্যান্ড ম্যাচ জিতেছে। তার পর অবশ্য নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। ঘুরে দাঁড়ানোর আশায় আজ সোমবার তারা আবার মাঠে নামছে- প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যারা শুরুর ম্যাচে পরাজিত হলেও নিউজিল্যান্ড, ভারতকে দারুণভাবে হারিয়ে নিজেদের ফেভারিট স্থানে নিয়ে এসেছে। ম্যাচটা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। দেখাবে স্টার স্পোর্টস-১ ও টি স্পোর্টস। সোমবার ম্যাচটা মাঠে গড়াবে ভারতের বিশাখাপত্তনমে। এখন পর্যন্ত ব্যাটিংই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বাংলাদেশ দলের। ইংল্যান্ডের বিপক্ষে তারা মাত্র ১৭৮ রান করেছিল। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে থেমেছিল ১২৭ রানে। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন—সোবহানা মোস্তারি (৬০), রাবেয়া খান (৪৩), শারমিন...