বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। রোব্বার দিবাগত রাতে পুলিশের কয়েকটি টীম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- যুগিন্দাগ্রামের অমরেদ মন্ডলের ছেলে জেমস প্রকাশ মন্ডল (৬৬), হিজলবাড়ীয়া গ্রামের ঝড়ু বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (২৮), একই গ্রামের আলী আকবরের ছেলে আশরাফুল (৪৯), মৃতঃ সামছদ্দিনের ছেলে জামরুল ও মৃতঃ নজরুলের ছেলে মোঃ একলাচুর(৩২), হাড়িয়াদহ গ্রামের মোঃ মকুল হোসেনের স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন ও মহিষাখোলা গ্রামের মজিবর রহমানের স্ত্রী মোছাঃ রেহেনা খাতুন। গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতর পরোয়ানা রয়েছে। এরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে । Your email address will not be...