বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক ফুলবাড়ী পৌর শহরের শাপলা চত্বরে আয়োজিত এক পথসভায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বলে ঘোষণা দেন। তিনি সতর্ক করেন যে, যদি কেউ দেশকে ৭২-এর ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তাকে রাজপথে কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি জোর দিয়ে বলেন যে, বিগত ফ্যাসিবাদী শাসনামলে ধর্মপ্রাণ মুসলমান ও ইসলামি সংগঠনের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছেন, যার বিরুদ্ধে ’২৪-এর গণঅভ্যুত্থান ও গণবিপ্লবে ইসলামি সংগঠনগুলোর নেতাকর্মীরা রক্ত ও জীবন দিয়ে বিপুলভাবে অংশগ্রহণ করেছেন। তাই তিনি নেতা-কর্মীদের প্রতি প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় ইসলামের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।...