শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। এছাড়া আরও দুটি কারখানার রিজাইনকৃত শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আইডিএস গ্রুপের ফ্যাশান ফোরাম লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মুল ফটকে নোটিশ টাঙিয়ে দেন কতৃপক্ষ। এছাড়া সাভারের উলাইল এলাকায় অবস্থিত এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টসের লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। শিল্প পুলিশ জানায়, গতকাল বিভিন্ন দাবিতে কারখানাটি কয়েক হাজার শ্রমিক উৎপাদন বন্ধ রেখে হট্টগোল শুরু করেন। পরে এক পর্যায়ে কর্মকর্তাদের সাথে মারামারি হয় তাদের। পরে আজ মালিকপক্ষ কারখানাটি ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে...