ফিলিস্তিনি সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই আবার সশস্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গাজার আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই হামাসকে কিছু সময়ের জন্য অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ইসরায়েলে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, “হামাস এখন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর মতো সংগঠিত হচ্ছে—এমন খবর আমরা পেয়েছি। তারা কয়েক মাসের যুদ্ধের পর গাজায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা জানি তারা পুনরায় অস্ত্র সংগ্রহ করছে, এবং কিছু সময়ের জন্য আমরা তাদের অনুমতি দিয়েছি।” ট্রাম্প আরও বলেন, “তারা প্রায় ৬০ হাজার মানুষ হারিয়েছে—এটা বিশাল ক্ষতি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সময় দেওয়া হয়েছে।” গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি...