দীপাবলির মৌসুমে মুম্বাই যেন আরও একটু উজ্জ্বল হয়ে উঠল। রবিবার (১২ অক্টোবর) রাতে শহরের আলো ঝলমলে আকাশের নিচে অনুষ্ঠিত হলো ভারতের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রার তারকাখচিত দীপাবলি পার্টি, যেখানে উপস্থিত ছিলেন বলিউডের অগণিত তারকা।পার্টির শুরু থেকেই ছিল চোখ-ধাঁধানো ফ্যাশনের প্রদর্শনী। কারিনা কাপুর খান হাজির হয়েছিলেন অফ–হোয়াইট শাড়িতে, চিরাচরিত ঐশ্বর্য আর আভিজাত্যে ভরপুর। গৌরী খান ঝলমলে লাল পালকের পোশাকে মুগ্ধ করেছেন অতিথিদের, আর তার কন্যা সুহানা খান নীল শাড়িতে ছিলেন সবার নজরের কেন্দ্রে।রূপের রাণী রেখা ও হেমা মালিনী’র উপস্থিতিতে পার্টিতে ছড়িয়েছে সোনালি যুগের স্মৃতি। অন্যদিকে, মাধুরী দীক্ষিত রাজকীয় নীল শাড়িতে হাজির হয়ে নিজের সৌন্দর্যে নতুন করে আলো জ্বেলেছেন। তাকে দেখা গেছে পরিচালক করণ জোহারের সঙ্গে হাসিমুখে।তারকাদের তালিকা এখানেই শেষ নয়। কাজল ও তার কন্যা নাইসা, সারা আলি খান, অনন্যা পাণ্ডে,...