ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ঢাকাই সিনেমার এক সময়ের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। সাবেক এই সহকর্মীকে নিয়ে এবার স্মৃতিচারণ করলেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। সুভাষ দত্ত পরিচালিত 'বসুন্ধরা' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইলিয়াস কাঞ্চনের। আর এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ববিতা। এরপর জুটি হয়ে তারা অনেক কাজ করেছেন। ববিতার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত চলচ্চিত্রেও নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে কানাডা রয়েছেন ববিতা। সেখান থেকেই স্মৃতিচারণ করে ববিতা বলেন, ‘একদিন হঠাৎ কর সুভাষ দাদা বললেন, বসুন্ধরা নামে একটি সিনেমা করছি, নতুন একজন নায়ক নেব। তার নাম ইলিয়াস কাঞ্চন। সেই প্রথমবার তার নাম শুনলাম। ততদিনে আমার অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, পরিচিতি এসেছে। যাই হোক, সিনেমার কাজ শুরু করি। ইলিয়াস কাঞ্চনের সেই প্রথম সিনেমার নায়িকা আমি।’ এই অভিনেত্রী...