সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ফিলিস্তিনপন্থি কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ কর্মকর্তা ও কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও নানান কিছু ছোড়া শুরু করেন, রোববারের সংবাদ সম্মেলনে পুলিশ এমনই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসআরএফের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে প্রায় ৫ হাজার মানুষ অংশ নিয়েছিল, ভিড় সরাতে পুলিশকে কাঁদুনে গ্যাস ও জলকামানও ব্যবহার করতে হয়েছে। “বিক্ষোভকারীদের আচরণই পুলিশকে জোরপূর্বক ব্যবস্থা নিতে বাধ্য করেছে,” রোববার বার্ন পুলিশের আঞ্চলিক উপপ্রধান মিখায়েল বেটশেন। সুইজারল্যান্ডে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বিরল। তবে গত ২ অক্টোবর জেনিভাতেও ফিলিস্তিনিপন্থি এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সুইজারল্যান্ডে সক্রিয় ফিলিস্তিনপন্থি একাধিক গোষ্ঠী বার্নের বিক্ষোভ...