কীর্তিনাশা নদীতে সোমবার সকালে যাত্রীসহ ট্রলার ডুবে যায় শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবে গেছে। যাত্রীদের সবাই সাঁতরে তীরে উঠে আসায় কেউ আহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় ট্রলারটি পাশ দিয়ে যাওয়া বাল্কহেডের ঢেউয়ের ধাক্কায় যুবে যায়। সোমবার (১৩ অক্টোবর) সকালে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর কাছে ঘটনাটি ঘটে।আরো পড়ুন:নৌকা বাইচ দেখতে আড়িয়াল বিলে হাজারো জনতার ঢলদৌলতপুরে পদ্মায় নৌকাডুবি, শিশুসহ ১৫ যাত্রী উদ্ধার প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান। নির্মাণকাজের সুবিধার্থে ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে দুই পাড়ের বাসিন্দাদের নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয়। আজ সকালে নদীটির উত্তর তীর থেকে দক্ষিণপাড়ে যাত্রী পারাপার করছিল ইঞ্জিন চালিত ছোট একটি...