প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতিতে চলন্ত বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, শাহপুর হরিতলা এলাকায় সড়কের বাঁক ও খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা বলেন, “ঢাকা–সিলেট মহাসড়ক এখন মানুষের কাছে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে,...