পুলিশ জানায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভুক্তভোগীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে দ্রুত যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে। গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া বলেন, স্থানীয়রা গ্যাস সংযোগ স্বাভাবিক করার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। এতে ওই রুটে যানজট তৈরি হয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রী ও চালকদের বিকল্প রুট ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। গুলশান ট্রাফিক বিভাগের বিকল্প রুট নির্দেশনা: গুলশান-১ থেকে আমতলীগামী যাত্রীরা বিকল্প হিসেবে পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন। আমতলী থেকে গুলশান-১মুখী যাত্রীরা উত্তরে গিয়ে ইউ-টার্ন নিয়ে কাকলী হয়ে...