দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার দিন ১২ ডিসেম্বরে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "আমাদের সিদ্ধান্ত মোটামুটি চুড়ান্ত, এক দিনে, এক প্রশ্নে মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কিছু টেকনিক্যাল বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি।" দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনও শুরু...