ফলোঅনে পড়ে আবার ব্যাটিংয়ে নেমে ৯৭ রানে পিছিয়ে থেকে দিল্লি টেস্টের চতুর্থ দিন শুরু করেছিল উইন্ডিজ। হাতে ছিল ৮ উইকেট। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জন ক্যাম্পবেল ও শাই হোপ করলেন সেঞ্চুরি। তাদের সেঞ্চুরিতে ভর করে ভারতের বিপক্ষে ইনিংস পরাজয় এড়িয়েছে উইন্ডিজ। তবে ক্যাম্পবেল ও হোপের বিদায়ের পর বাকিরা তেমন কিছু করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ উইকেটে ৩১৫ রান তুলেছে উইন্ডিজ। তাতে লিড দাঁড়িয়েছে ৪৫ রানের। তৃতীয় উইকেটে হোপকে সঙ্গে নিয়ে ১৭৭ রানের জুটি গড়েন ক্যাম্পবেল। জাদেজার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১১৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ক্যাম্পবেলের ইনিংসটিতে আছে ১২ চার ও ৩ ছক্কা। টেস্ট ক্যারিয়ারে এটি ক্যাম্পবেলের প্রথম সেঞ্চুরি। ক্যাম্পবেল ২০২৫...