ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এক শিশুসহ আহত হয়েছেন আরও চার জন। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্নে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলনা বেগম (৫০)। তারা কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন– নিহতদের ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশাচালক অজ্ঞাত (৪০)। খবর নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়ায় আনারপুরা গ্রামে নিহত দম্পতি পরিবারের সদস্যদের নিয়ে জ্বরে আক্রান্ত নাতনিকে দেখতে যাচ্ছিলেন। কুমিল্লার মেঘনা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তারা যাচ্ছিলেন। পথে আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশাচালক চালক (৩৫), বিল্লাল হোসেন ও...