১৩ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম প্রায় দেড় কোটি টাকা মূল্যের এসওপি সার জব্দ নিয়ে মেহেরপুরের গাংনীতে শুরু হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের চাপের মুখে গাংনী উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে তিন হাজার তিনশ’ ৬০ বস্তা সার জব্দ করে গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের জিম্মায় রেখেছে প্রশাসন। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফ্ফার উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ অক্টোবর) রাতে কয়েকটি ট্রাকে করে তিন হাজার তিনশ’ ৬০ বস্তা সার মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গাংনীর বসুন্ধরাপাড়ায় আর এ এন্টারপ্রাইজের গোডাউনে আনলোড করা হয়। এই গোডাউনের মালিক গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম এবং পরিচালনায় বাপ্পি ও আব্দুল হালিম। রহস্যজনকভাবে একই গোডাউন...