ফিলিস্তিনের আইনপ্রণেতা ও সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ১৩ জন ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এরআগে প্রথম ধাপে সকালেই ৭ জন জিম্মি রেডক্রসের হাতে হস্তান্তর করা হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রেডক্রস পাওয়া দ্বিতীয়দল জিম্মিরাও এখন ইসরায়েলের পথে আছেন এবং তাদের হাতে হস্তান্তরের পরই আইডিএফ তাদের গ্রহণ করবে। এভাবে আজ মোট ২০ জন জীবিত জিম্মির মুক্তি কার্যক্রম শেষ হচ্ছে বলে ঘোষণা এসেছে। একই চুক্তির মধ্যে ইসরায়েলি কারাগার থেকে প্রায় ১,৭০০–১,৯০০ জন ফিলিস্তিনি বন্দিকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বলে দেশটির সরকার ও আন্তর্জাতিক সূত্রে বলা হয়েছে। প্রথম ধাপে মুক্তি পাওয়া ৭ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে — যমজ গালি ও জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।...