আইসিসি নারী বিশ্বকাপে আজ নতুন চ্যালেঞ্জের সামনে নিগার সুলতানা জ্যোতিদের বাংলাদেশ। টানা দুই ম্যাচে হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা।লক্ষ্য একটাই- জয়ে ফেরা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের ১৩তম আসরে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোয় প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে স্বপ্নের শুরু করেছিল তারা। সেই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। এরপর অভিষেক ওয়ানডেতে ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের দারুণ ৫৪ রানের ইনিংসে ১১৩ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় টাইগ্রেসরা। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের হাতছানি দিয়েও শেষ পর্যন্ত ৪ উইকেটে হারতে হয় জ্যোতি বাহিনীকে। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ১০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। সেই হতাশা পেছনে...