২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায্য দাবিতে বিক্ষোভ করা হচ্ছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায়ে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আন্দোলনরত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত বীর জুলাই যোদ্ধারা বলছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতন হয়। ৩৬ দিনব্যাপী এ ঐতিহাসিক গণঅভ্যুত্থান শহীদ, আহত ও হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে সফল হয়েছিল। কিন্তু আন্দোলন-পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখনো শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের সঠিক চিকিৎসা, পুনর্বাসন ও পূর্ণাঙ্গ স্বীকৃতি প্রদান করতে ব্যর্থ হয়েছে। জাতির পক্ষ থেকে তাদের দাবিসমূহ সরকারকে অবিলম্বে ঘোষণাপত্রে...