শুধু বিনোদন নয়, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাহায্যার্থে টরোন্টোর স্টাইলড স্পেস ইভেন্ট স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তিকার হিমাদ্রি রায়ের একক কবিতা সন্ধ্যা ‘কবিতাস্নাত জীবন।’ মানবিক এই প্রয়াসে প্রবাসীদের হৃদয় মন ভরে উঠেছিল প্রবাস জীবনের আনন্দ জয়গানে। বরফাচ্ছন্ন কানাডায় প্রকৃতির এই সময়টায় প্রবাসীদের জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। গাছের পাতা ধীরে ধীরে হলুদে রূপান্তরিত হয়ে ঝরে পড়ে, শীতের আগমনী বার্তা বয়ে নিয়ে আসে ঠিক এমনই একটি সময়ে প্রবাসী বাংলাদেশিরা ‘কবিতাস্নাত জীবন’ কবিতা উৎসবে মেতেছিলেন অন্যরকম এক মিলনমেলায়। কবিতায় আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্তাকে তুলে ধরা হয়। এই আয়োজনের প্রবেশমূল্য থেকে অর্জিত সমুদয় অর্থ ‘জেনেভা সেন্টার ফর অটিজম ফাউন্ডেশন’ এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা ও উন্নয়নে প্রদান করা...