ভারত-পাকিস্তান নিয়ে বিতর্কের যেন শেষ নেই। খ্যাতনামা এক ধারাভাষ্যকারের মন্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট খেলছে পাকিস্তান। সেখানেই ধারাভাষ্যকালে পাকিস্তানের অধিনায়ককে ভারতের অধিনায়ক বলে ফেলেন ধারাভাষ্যকার শন পোলক। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।পাকিস্তানের প্রথম ইনিংস চলাকালীন ঘটে এই ঘটনা। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ও ইমাম উল হকের মধ্যে দ্বিতীয় উইকেটে ১৬১ রানের জুটি হয়। সেই সময় যখনই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আউটের আবেদন করছিলেন, তখনই পাকিস্তানের সমর্থকরা চিৎকার করছিলেন। তা দেখে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক পোলকের মনে হয়, বাবর আজমকে ব্যাট করতে দেখতে চান সমর্থকরা। তাই তারা চাইছেন উইকেট পড়ুক।ধারাভাষ্য দিতে গিয়ে পোলক বলে ফেলেন, ‘আমি ভাবতেও পারছি না ওরা চাইছে ভারত অধিনায়ক শান মাসুদ আউট হয়ে যাক। শুধু বাবরকে ক্রিজে দেখার জন্য এটা...