তবে গণভোটের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হওয়ার আগে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসি। এমনকি গণভোট আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য চলাবস্থায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে বিতর্কে জড়াতে চায় না। এ জন্য এ বিষয়ে কথা বলতেও রাজি হচ্ছেন না ইসির দায়িত্বশীল ব্যক্তিরা। এমনকি ইসির প্রস্তুতিমূলক কাজ সংক্রান্ত নথিও তৈরি করা হয়নি। গণভোটের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ রোববার যুগান্তরকে বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি। সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর আমাদের অবস্থান জানাতে পারব। সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট (রেফারেন্ডাম) একই দিনে আয়োজন করতে হলে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি নিতে অন্তত দেড় মাস সময়ের প্রয়োজন হবে। ওই সময়ের মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম)...