সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত স্থগিত করেছে আফগানিস্তান। গতকাল রোববার তালেবান সরকার জানায়, দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আফাগানিস্তানে পাকিস্তানি তালেবানের উপস্থিতি ও সহায়তার অভিযোগ অস্বীকার করেছে কাবুল। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি রোববার সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তানে কিছু মহল ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে। আফগানিস্তান সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের আগ্রাসনের আমরা তৎক্ষণাৎ জবাব দিয়েছি। আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু কাতার ও সৌদি আরব বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। তাই আপাতত আমাদের অভিযান স্থগিত রাখা হয়েছে।’ আঞ্চলিক মধ্যস্থতাসহ কাতার, সৌদি আরব ও ইরানের অনুরোধের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামার লক্ষণও দেখা গেছে। কাবুলভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে...